বসিলায় ভাইরাল ছিনতাইয়ের মূলহোতাসহ চারজন গ্রেফতার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৬:১৯

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনার মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বসিলা ফিউচার হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মূলহোতা শাওন, তার সহযোগী মোহিম আহমেদ, জুয়েল ও আশিব। জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করে যে, ভাইরাল ভিডিওতে ছিনতাইয়ের সময় যে ব্যক্তিকে দেখা গেছে, সে-ই তিনি। তার ব্যবহৃত দেশীয় অস্ত্রটি সেনা টহল দলের কাছে হস্তান্তর করা হয়েছে।

বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবকের কাছ থেকে ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সেনাবাহিনী ছিনতাইকারীদের শনাক্তে অভিযান শুরু করে। ভিডিও ভাইরাল হওয়ার পর তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে সম্প্রতি তাদের একজন ঢাকায় ফিরে এলে সেনা সদস্যরা তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুর এলাকায় কেউ কোনো অপরাধ করলে সে আজ হোক কিংবা কাল—ধরা পড়বেই। ইতিপূর্বে যত ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, তাদের অধিকাংশই আমাদের মাধ্যমে অথবা পুলিশ-র‍্যাবের সহযোগিতায় গ্রেফতার হয়েছে। যারা এখনও পলাতক, তাদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।”

গ্রেফতারকৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top