তীব্র ভূমিকম্পে বাড্ডায় হেলে পড়েছে ভবন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১১:৫৭

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের এই ভূমিকম্পে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি বহুতল ভবন হেলে পড়েছে বলে জানা গেছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সকাল ১০টা ৫৭ মিনিটে সার্জেন্ট আনিসুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তার পোস্ট থেকে বিষয়টি জানা যায়। তার শেয়ার করা ছবিতে বাড্ডার লিংক রোডে ভবনটি একপাশে হেলে থাকতে দেখা যায়।

 

আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭, যা মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

 

এ বিষয়ে রাজধানীর কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, ‘আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্প শুরু হতেই পুরো ভবনটা দুলতে থাকে। জোরে জোরে শব্দ হচ্ছিল, আলমারি-টেবিলসহ বাসার জিনিসপত্র নড়াচড়া করে এলোমেলো হয়ে যায়। আমরা দৌড়ে নিচে নামার চেষ্টা করি, কিছু সময় পর কমে আসে দুলুনি।’

 

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৫। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী অঞ্চল।

 

ভূমিকম্পটি পার্শ্ববর্তী দেশ ভারতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্পের কম্পন টের পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

তাৎক্ষণিকভাবে বাড্ডায় হেলে পড়া ভবনটি থেকে কেউ হতাহত বা মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top