সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দেওয়ার নির্দেশ

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:০০

সংগৃহীত

২০২৬ সালের হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকারি ও বেসরকারি মাধ্যমে নিবন্ধন করা সব হজযাত্রীকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিতে হবে।

সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হজ ২০২৬-এর জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমে তিন লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন হজযাত্রীরা। হজ প্যাকেজ ও নির্ধারিত গাইডলাইন অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের পুরো অর্থ নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেওয়া বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব হজযাত্রী এখনো নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দেননি, তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমুদয় অর্থ পরিশোধ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top