মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

টোকিও অলিম্পিক

অলিম্পিকে নতুন ইতিহাস ফেন্সার সিলাগির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১৯:৫৫

অলিম্পিকে নতুন ইতিহাস ফেন্সার সিলাগির

হাঙ্গেরির ফেন্সার অ্যারন সিলাগি। লন্ডন ও রিও অলিম্পিকে স্বর্ণ জিতে ইতিহাস গড়ার হাতছানি দিয়ে রেখেছিলেন তিনি। সেই তিনিই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করলেন টোকিও অলিম্পিকেও স্বর্ণপদক জিতে।

টোকিও অলিম্পিকের প্রথম দিন ইতালির লুইজি সামেলকে ১৫-৭ ব্যবধানে হারিয়ে ফেন্সিংয়ে স্বর্ণপদক জিতেছেন সিলাগি। সেই সাথে বিশ্বের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ফেন্সিংয়ের কোনো এক ইভেন্টে তিনবার প্রথম হওয়ার রেকর্ডও গড়লেন তিনি।

ইতিহাস গড়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে সিলাগি বলেছেন, ‘তৃতীয় স্বর্ণপদক গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জেতার পর আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। এটা অনেকটা স্বপ্নের মতো।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top