সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

চমকে দিলেন সাকিব

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ১৪:৪৯

স্পোর্টস ডেস্ক:

এক বছর নিষেধাজ্ঞা শেষে সেরার মতই ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (১১ নভেম্বর) সর্বোচ্চ ১৩.৭ স্কোর নিয়ে ফিটনেস টেস্টে পাস করেছেন সাকিব।

গত দুই দিনে ফিটনেস টেস্টে অংশ গ্রহণ করেছেন প্রায় ১’শর বেশি ক্রিকেটার। সেখানে সর্বোচ্চ স্কোর ১৩.৬ ছিল পেসার মেহেদী হাসানের। আর মেহেদীকে পেছনে ফেলে ১৩.৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে সাকিব।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখেই এই ফিটনেস টেস্টকে মানদণ্ড হিসেবে বেছে নিয়েছে বিসিবি। টুর্নামেন্টে অংশ নিতে হলে বিপ টেস্টে পাস করা বাধ্যতামুলক।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top