প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা-ভাঙচুর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৯
রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে এ হামলা শুরু হয়।
বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা। তিনি জানান, কয়েকশ মানুষ একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে কার্যালয়ে হামলা চালান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ওসি ক্যশৈন্যু মারমা বলেন, “আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন। আমরা তাদের নিবৃত করার চেষ্টা করছি।” তবে হামলাকারীরা কারা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে হামলাকারীদের লাঠিসোটা নিয়ে ভাঙচুর করতে দেখা গেছে। এ সময় কার্যালয়ের ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলেও জানা গেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।