সিলেট স্টেডিয়ামেই শেষ শ্রদ্ধা, কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত হবেন কোচ মাহবুব আলী জাকি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৯
বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের আল হারমাইন হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জানাজা শেষে পরিবারের তত্ত্বাবধানে কুমিল্লার নিজ বাড়িতে পাঠানো হবে।
ঘটনার সময় জাকি ডাগআউটে ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন। হঠাৎ লুটিয়ে পড়লে দ্রুত ফিজিওরা সিপিআর প্রয়োগ করেন, তবে হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু নিশ্চিত হয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও অন্যান্য ক্রিকেট কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বিসিবি জানিয়েছে, মাহবুব আলী জাকি ছিলেন একজন নিবেদিতপ্রাণ কোচ, তার আকস্মিক মৃত্যু পুরো ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া ফেলেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।