বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

ঢাকা ক্যাপিটালসকে বড় টার্গেট দিল সিলেট টাইটান্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৬:১২

সংগৃহীত

দুই দিনের বিরতির পর মাঠে ফিরেছে বিপিএল, আর দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ঢাকাকে বড় টার্গেট দিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন আজমতুল্লাহ ওমরজাই, যা সিলেটকে ১৭৪ রানের লক্ষ্য স্পর্শ করতে সাহায্য করে।

সিলেটের ইনিংস শুরুতে ঝড়ের মতো হয়নি। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে রনি তালুকদারকে হারায় দল। এরপর দলীয় ২২ রানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বিদায় নেন। দলের চাপে পড়ার মুহূর্তে হাল ধরেন সাইম আইয়ুব ও পারভেজ হোসেন ইমন। এই জুটি ৬৪ রানের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব গড়ে দলের বিপর্যয় সামাল দেয়।

৬৪ রানের জুটির পর সাইম আইয়ুব ২৯ রানে বিদায় নেন। পরের ওভারেই ৪৪ রান করে ইমন আউট হন। শেষ পর্যন্ত ২৪ বলে অপরাজিত ৫০ রান করেন আজমতুল্লাহ ওমরজাই, যার কারণে সিলেটের স্কোর দাঁড়ায় ১৭৩ রানে।

ঢাকা ক্যাপিটালসের জন্য এটি একটি চ্যালেঞ্জিং লক্ষ্য হতে যাচ্ছে।

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top