বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

শোকস্তব্ধ জিম্বাবুয়ে ক্রিকেট: সিকান্দার রাজার ছোট ভাইয়ের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৭:০৩

ছবি: সংগৃহীত

মর্মান্তিক এক খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেটাঙ্গন। জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজার পরিবারে নেমে এসেছে গভীর শোক। তার ছোট ভাই মুহাম্মদ মাহদি চলতি সপ্তাহের শুরুতে মৃত্যুবরণ করেছেন। এই দুঃসংবাদে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভারী হয়ে উঠেছে।

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট। তার প্রিয় ছোট ভাই মুহাম্মদ মাহদি ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে হারারেতে মাত্র ১৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘মুহাম্মদ মাহদি জন্মগতভাবে হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন। সাম্প্রতিক স্বাস্থ্যগত জটিলতার কারণেই তার মৃত্যু ঘটে। ৩০ ডিসেম্বর হারারেতের ওয়ারেন হিলস কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এই গভীর শোকের সময়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, ব্যবস্থাপনা, খেলোয়াড় ও স্টাফরা সিকান্দার রাজা ও তার পরিবারের পাশে রয়েছে। আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন এবং মুহাম্মদ মাহদির আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক।’

এদিকে জিম্বাবুয়ে ক্রিকেটের ওই বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান সিকান্দার রাজা।

ব্যক্তিগত এই শোকের ঘটনা রাজার পেশাদার ক্যারিয়ারের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়ে এসে আঘাত হেনেছে। সর্বশেষ তাকে দেখা গেছে আইএলটি২০ ২০২৫ আসরে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলতে। টুর্নামেন্টে ১০ ম্যাচে ১৭১ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১০টি উইকেট, যা তার অলরাউন্ড সামর্থ্যেরই প্রমাণ।

সংযুক্ত আরব আমিরাতে তার পারফরম্যান্স আবারও দেখিয়ে দিয়েছে, সংক্ষিপ্ত সংস্করণে তিনি বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডারদের একজন।

তীব্র ব্যক্তিগত বেদনার মধ্যেও সামনে সিকান্দার রাজার ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ—২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসরে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার।

দলের প্রাণভোমরা হিসেবে বিশ্বমঞ্চে জিম্বাবুয়ের সাফল্যে রাজার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মগত হিমোফিলিয়ার সঙ্গে লড়াই করা ছোট ভাইকে হারানোর অপূরণীয় ক্ষত বুকে ধারণ করেও এই কঠিন সময়ে রাজার পরিবার ও স্বজনদের পাশে দাঁড়িয়েছে বৈশ্বিক ক্রিকেট পরিবার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top