যে নম্বর থেকে কল এলেই বুঝবেন বিপদে পড়তে যাচ্ছেন!
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া কিছু শিরোনামে দাবি করা হচ্ছে, প্রায় ২৫০ কোটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, গুগল ক্লাউড বা জিমেইলের কোনো ডেটা লিক বা বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি।
তবে একই সঙ্গে গুগল স্বীকার করেছে, জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে অননুমোদিত প্রবেশের চেষ্টা ও ফোন কলভিত্তিক প্রতারণা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে,
“আমরা কখনোই ব্যবহারকারীদের ফোন করে পাসওয়ার্ড রিসেট বা অ্যাকাউন্ট সমস্যার সমাধান করতে বলি না।”
তবুও প্রতারকরা গুগলের অফিসিয়াল সাপোর্ট নম্বর (+1 650-253-0000) স্পুফ করে ব্যবহারকারীদের ফোন করছে। ফলে এই নম্বর থেকে ফোন এলেও সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে গুগল।
কীভাবে কাজ করছে প্রতারকরা
প্রোটন-এর সতর্কবার্তায় বলা হয়েছে, প্রতারকরা নিজেদের গুগলের কর্মী পরিচয় দিয়ে ফোন করে দাবি করছে যে ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্টে “সন্দেহজনক কার্যক্রম” শনাক্ত হয়েছে। এরপর নিরাপত্তার অজুহাতে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়।
একবার ব্যবহারকারী এই নির্দেশনা অনুসরণ করলে, প্রতারকরা সহজেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে।
রেডিটসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ান উচ্চারণে কথা বলা ব্যক্তিরা ধাপে ধাপে নির্দেশনা দিয়ে অ্যাকাউন্ট “সুরক্ষিত” করার নামে প্রতারণা করেছে।
সতর্ক থাকার উপায়:
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী—
কোনো ফোন কল এলে পাসওয়ার্ড পরিবর্তন করবেন না বা কোনো লিংকে ক্লিক করবেন না।
সরাসরি গুগল অ্যাকাউন্টে লগইন করে
Security → Review Security Activity যাচাই করুন
নিয়মিত Security Checkup চালান।
শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন এবং পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
এসএমএস-ভিত্তিক 2FA বাদ দিয়ে Authenticator অ্যাপ ব্যবহার করুন।
সম্ভব হলে Passkey চালু করুন।
বিশেষজ্ঞদের মতামত
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কিপার সিকিউরিটির বিশেষজ্ঞ শেন বার্নি বলেন,
“দুর্বল পাসওয়ার্ডই এখনো সবচেয়ে বড় ঝুঁকি। ফিশিং, ক্রেডেনশিয়াল স্টাফিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাকাররা সহজেই অ্যাকাউন্ট দখল করছে। শক্তিশালী পাসওয়ার্ড, দুই স্তরের নিরাপত্তা ও পাসকি ব্যবহার করলে ঝুঁকি পুরোপুরি না কমলেও আক্রমণ অনেক কঠিন হয়ে যায়।”
সূত্র: ফোর্বস
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।