মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

মানব আকৃতির এআই রোবট ‘নিও’ এসেছে ঘরোয়া কাজে সহায়ক হিসেবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৪:২৯

সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে নতুন পথে এগোচ্ছে বিশ্ব। যুক্তরাষ্ট্র ও নরওয়েজিয়ান সংস্থা ওয়ান এক্স টেকনোলজিস উদ্ভাবন করেছে সর্বাধুনিক মানব আকৃতির (হিউম্যানয়েড) রোবট, যার নাম নিও। বাংলাদেশি বাজারে এর দাম পড়বে আনুমানিক ২৫ লাখ টাকার কাছাকাছি।

নির্মাতারা বলছেন, দাম বেশি হলেও রোবটটির বৈচিত্র্যপূর্ণ ক্ষমতা ও উদ্ভাবনী প্রযুক্তি সেটি সমর্থন করে। নিও শুধুমাত্র কাজ করবে না; প্রয়োজনে কথা বলবে, রান্না করবে, বাজারের ব্যাগ যথাস্থানে পৌঁছে দেবে এবং ঘরোয়া বিনোদনের জন্যও ব্যবহার করা যাবে।

কীভাবে কাজ করবে নিও

মানব আকৃতির নিও মূলত AI পরিচালিত গৃহস্থালি সহায়ক। এর ওজন ৩০ কেজি এবং প্রথম ধাপে এটি ৬৮ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। একবারে ২৫ কেজি পর্যন্ত জিনিস বহন করা সম্ভব।

নীরব সহচর

নিও চলাচলের সময় মেশিনের শব্দ মাত্র ২২ ডেসিবল, যা ফ্রিজের চেয়েও কম। ফলে এটি একেবারে নিঃশব্দে ঘরের কাজ সম্পন্ন করতে পারে।

প্রযুক্তিগত বৈশিষ্ট্য

নিওতে রয়েছে ২২ ডিগ্রি ঘূর্ণায়মান হাত, যা ওয়ান এক্সের টেন্ডন ড্রাইভ অ্যাকচুয়েটর সিস্টেম দ্বারা পরিচালিত। এটি ধীরগতিতে হলেও নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। রোবটটি ব্লুটুথ, ওয়াইফাই ও ফাইভজি সমর্থিত এবং বুকে ও পেলভিসে মোট তিনটি স্পিকার সংযুক্ত। ফলে নিও ঘরোয়া বিনোদন ডিভাইস হিসেবেও ব্যবহারযোগ্য।

গবেষকরা জানিয়েছেন, ইতোমধ্যে অনেক আগ্রহী গ্রাহক অর্ডার দিয়েছেন। ভবিষ্যতে এটি কেবল গবেষণা ও চিকিৎসার জন্য নয়, বরং ঘরের কাজে ও বাণিজ্যিকভাবে জনপ্রিয় হবে।

নিওর আগমন প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যেখানে মানবসদৃশ রোবট ঘরোয়া জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top