সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

অ্যান্টার্কটিকার গবেষণাকেন্দ্রে চাকরির সুযোগ, থাকা-খাওয়া ফ্রি

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২১

ছবি: সংগৃহীত

আপনি কি প্রচণ্ড শীত সহ্য করতে পারেন? যদি পারেন, তবে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য দারুণ সুযোগ হতে পারে। সংস্থাটি অ্যান্টার্কটিকায় তাদের বিভিন্ন গবেষণাকেন্দ্রে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে।

কর্মী নিয়োগের তালিকায় রয়েছে শেফ, কাঠমিস্ত্রি, প্লাম্বার, বৈদ্যুতিক মিস্ত্রি, প্ল্যান্ট অপারেটর, বোটিং অফিসার এবং আবহাওয়া পর্যবেক্ষক। এসব পদে বার্ষিক বেতন সর্বনিম্ন ৩০,২৪৪ পাউন্ড (প্রায় ৫০ লাখ টাকা)। চাকরির সবচেয়ে বড় সুবিধা হলো থাকা, খাওয়া, যাতায়াত, বিশেষ পোশাক এবং প্রশিক্ষণের খরচ সম্পূর্ণ সংস্থার দায়িত্বে।

তবে দক্ষিণ মেরুর জীবন মোটেই সহজ নয়। বছরের অর্ধেক সময় এই মহাদেশ অন্ধকারে এবং তুষারঝড়ে ডুবে থাকে। মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। হ্যালি রিসার্চ স্টেশনের অপারেশন ম্যানেজার মাইক ব্রায়ান বলেন, “একটি সমাজকে সচল রাখতে যা যা প্রয়োজন, এখানে ঠিক সেই কাজগুলোই করতে হয়। এখানে কর্মীরা সাধারণ মানুষ, যারা অসাধারণ পরিবেশে সাধারণ কাজ করছেন।”

চাকরির চুক্তির মেয়াদ ৬ থেকে ১৮ মাস পর্যন্ত হতে পারে। আগামী তিন মাসে শেফ, স্টেশন লিডার এবং প্রাণিবিদ্যা ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ আরও কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

হ্যালি-৬ স্টেশনে কাঠমিস্ত্রি হিসেবে ছয় বছর কাজ করা ফিল কুলম্যান বলেন, “এখানে কাজ করতে হলে অভিযোজন ক্ষমতা ও দলগত আগ্রহ থাকা জরুরি। এটি শুধু একটি স্টেশন নয়, এটি আমাদের পরিবার।”

অ্যান্টার্কটিকার জীবন নিয়ে টিকটকে নিয়মিত ভিডিও পোস্ট করেন ম্যাটি জর্ডান। তিনি জানান, বাইরে খাবার বা পানীয় রাখা অসম্ভব, কারণ মুহূর্তেই তা জমে পাথরের মতো কঠিন হয়ে যায়। মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে অন্তত পাঁচ স্তরের বিশেষ পোশাক পরা বাধ্যতামূলক। এর মধ্যে মেরিনো উলের বেস লেয়ার এবং বিশেষ চশমা অন্যতম।

বৈরী পরিবেশের কারণে এটি মানসিকভাবে চ্যালেঞ্জিং হলেও, পৃথিবীর অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবে বিবেচিত। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্যের জন্য ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

সূত্র: ডেইলি মেইল



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top