শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সাগরে নিম্নচাপ, ১৬ জেলায় অতি ভারী বৃষ্টির আভাস

Nasir Uddin | প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১৩:৪২

ফাইল ছবি

নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে দেশের ১৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে বরিশাল ও দুপুর ১টার পর থেকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে ভারী বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে।

তিনি লেখেন, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া মৌসুমি লঘুচাপের কারণে সৃষ্টি হওয়ার মেঘের অগ্রবর্তী অংশ আজ বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে প্রায় ৮টি বিভাগের ওপরে ছড়িয়ে পড়েছে ও ৮টি বিভাগের বিভিন্ন জেলার ওপরে বৃষ্টি শুরু হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলার ওপরে এখন পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি। আশংকা করা যাচ্ছে বিকেল ৪টার মধ্যে পুরো দেশের বৃষ্টির শুরু হবে। লঘু চাপের প্রভাবে পুরো দেশের ওপরে বৃষ্টি কমপক্ষে আজ ও আগামীকাল সারাদিন স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।

তিনি আরও লেখেন, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলছে। এই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে। আজ দুপুর ১২টার পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে ভারি বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে। আজ দুপুর ১২টার পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টির আশংকা করা যাচ্ছে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে।

মোস্তফা কামাল পলাশ লেখেন, ভারী থেকে খুবই ভারী বৃষ্টির আশংকা করা যাচ্ছে পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার ওপরে। আজ দুপুর ১২টার পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা ও ফেনী জেলার ওপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top