সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

মিয়ানমার নির্বাচনে জয়ের পথে সু চি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০, ১৬:২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মিয়ানমারে দ্বিতীয়বারের মত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, চলছে ভোট গণনা প্রক্রিয়া। রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ের পথে হাঁটছে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। ইতিমধ্যেই দলটি ১৮ টি আসনে জয় লাভ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম গুলো।

জানা গেছে, নির্বাচনের ফলাফল জানতে সোমবার (৯ নভেম্বর) পুরোটা দিন লেগে যেতে পারে। তবে রোববার রাত থেকেই সু চির হাজার হাজার সমর্থক এনএলডি এর সদর দফতরের সামনে দাড়িয়ে দলটির বিজয় স্লোগান দিতে শুরু করেছে।

গণমাধ্যম গুলোর তথ্য মতে দেশটিতে নির্বাচনে জয়ী হওয়ার জন্য সংসদের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ কক্ষে কমপক্ষে ২২১ টি আসন এবং হাউজ অব ন্যাশনালিটিস কক্ষে কমপক্ষে ১১৩টি আসন পেতে হবে।

কেন্দ্রীয় সরকার নির্বাচনের সাথে সাথে দেশটিতে রাজ্য ও আঞ্চলিক পর্যায়েও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে এক-তৃতীয়াংশ আসন নির্ধারিত থাকে সামরিক বাহিনীর জন্য।

এদিকে নানা ওজুহাতের দোহাই দিয়ে অনেক রোহিঙ্গাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘুদের এই নির্বাচনের বাইরে রেখেছে দেশটির নির্বাচন কমিশন।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top