বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ১৭, নিখোঁজ প্রায় ৬০

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ০১:৫৬

মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ১৭, নিখোঁজ প্রায় ৬০

মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত অন্তত ১৭ জন এবং নিখোঁজ রয়েছেন প্রায় ৬০ জন। সোমবার (২০ ডিসেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে এ ঘটনা ঘটে।

দেশটির মেরিটাইম বন্দর কর্তৃপক্ষের প্রধান জ্যঁ এডমান্ড রান্দ্রিয়ানানতেনাইনা এ তথ্য জানিয়ে বলেন, নৌকাটির ১৩০ জন যাত্রীর ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। তিনি বলেন, নৌকাটি মূলত কার্গো (মাল বহনের কাজে ব্যবহৃত)। এটিতে অবৈধভাবে যাত্রী তোলা হয়েছিল।

দুর্ঘটনাস্থলে সশস্ত্র পুলিশের একটি দল গিয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top