ট্রাম্পের সিদ্ধান্তে বন্ধ মানবিক সহায়তা, জীবনশঙ্কায় ১ কোটি ৪০ লাখ মানুষ
Nasir Uddin | প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ১৮:৩২

বিদেশে মানবিক সহায়তার জন্য মার্কিন তহবিলের বেশিরভাগ অংশ কমাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। সোমবার (৩০ জুন) দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। খবর বিবিসির।
গবেষণাটি চালিয়েছে বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ। এর সহ-লেখক দাভিদে রাসেলা বলেন, তহবিলের এই ব্যাপক কাটছাট দুই দশকের স্বাস্থ্যখাতে অগ্রগতিকে থামিয়ে দিতে পারে, এমনকি উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারে।
তাদের গবেষণায় দেখা গেছে, ২০০১ থেকে ২০২১ সালের মধ্যে ইউএসএইডের সহায়তায় ৯ কোটি ১০ লাখ মৃত্যুকে ঠেকানো সম্ভব হয়েছে। কিন্তু এখন তহবিল ৮৩% কমিয়ে দেওয়া হয়েছে যার প্রভাবে ২০৩০ সালের মধ্যে প্রতি বছর গড়ে ৭ লাখ শিশুর মৃত্যু ঘটতে পারে।
গত মাসে বিবিসির এক প্রতিবেদনে জানায়, কেনিয়ার কাকুমা শরণার্থী শিবিরে একটি শিশুকে দেখতে পাওয়া যায়, যে নড়াচড়া করতে পারছিল না। তার ত্বক ছিল কুঁচকে যাওয়া ও খোসা উঠতে থাকা যা অপুষ্টির ক্লাসিক লক্ষণ।
জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করেছেন, সেখানে লাখ লাখ মানুষ ধীরে ধীরে অনাহারে মারা যাচ্ছে, কারণ খাদ্য সহায়তা রেশন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
১৩৩টি দেশের তথ্য পর্যালোচনা করে গবেষকদের দল অনুমান করেছে যে, ইউএসএআইডির তহবিল ২০০১ থেকে ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলিতে ৯ কোটি ১০ লক্ষ মৃত্যু রোধ করেছে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্চ মাসে বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, বা ইউএসএআইডি-র সমস্ত কর্মসূচির ৮০ শতাংশেরও বেশি বাতিল করেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।