শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ১৭:৫১

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’ ধেয়ে আসছে। আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া এই ঝড় চার মাত্রার ক্যাটাগরিতে পৌঁছে গেছে। এটি ইতিহাসে আটলান্টিকের সবচেয়ে দ্রুত শক্তিশালী হওয়া ঝড়গুলোর মধ্যে একটি।
বর্তমানে ‘এরিন’ অবস্থান করছে অ্যাঙ্গুইলা থেকে প্রায় ১২০ মাইল উত্তর-পূর্বে, ঘণ্টায় বাতাসের গতিবেগ ২৩৩ কিলোমিটার। ঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগোতে শুরু করেছে।
মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের (ঘঐঈ) তথ্যমতে, ‘এরিন’ শনিবার ক্যাটাগরি ১ শক্তিতে রূপ নিলে ঘণ্টায় ৭৫ কিলোমিটার বাতাসের গতিবেগ ছিল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এটি ক্যাটাগরি ৫-তে পৌঁছে, বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এটি আটলান্টিক মহাসাগরে এমন দ্রুত শক্তিশালী হওয়া ঝড়ের রেকর্ড। ১ সেপ্টেম্বরের আগে এমন দ্রুত শক্তিশালী হওয়ার নজির নেই।
এছাড়া, বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, সেন্ট থমাস, সেন্ট জন, সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, সিন্ট মার্টেন এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কারণে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করছে।
রোববার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো এবং হিপানিওলা ও টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জ প্রভাবিত হতে পারে। সপ্তাহের শুরুতে বাহামা, বারমুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাতের আশঙ্কা রয়েছে।
‘এরিন’ ঘূর্ণিঝড়ের প্রভাবে নির্দিষ্ট এলাকায় ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা সতর্ক থাকুন, এবং সরকারি নির্দেশনা মেনে চলুন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।