জেলেনস্কির হোয়াইট হাউস ভিজিট: এবার স্যুট ও সামরিক ছোঁয়া
রাজীব রায়হান | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৩:৩২

গত ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে সাধারণ পোশাকে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই জন্য ট্রাম্পসহ মার্কিন কর্মকর্তাদের তোপের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
এবার জেলেনস্কি সেই ভুলের পুনরাবৃত্তি করছেন না। ডিজাইনার এলভিরা গাসানোভা জানিয়েছেন, এবার তিনি স্যুট পরেই ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। তবে স্যুটটির নকশায় সামরিক ছোঁয়া থাকবে। গাসানোভা বলেন, প্রতিটি খুঁটিনাটি গুরুত্বপূর্ণ—চেহারা, মেজাজ ও আবেগ—তাই তিনি এমন ভাবমূর্তি বেছে নিয়েছেন যা বর্তমান ভূমিকার সঙ্গে মানানসই।
ওয়াশিংটনে বৈঠক অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সোমবার বেলা সোয়া একটায়। ট্রাম্পের সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, রাশিয়া ও ইউক্রেন বিষয়ক বিশেষ দূতরা। জেলেনস্কির সঙ্গে থাকবেন তাঁর চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক এবং জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভ।
পরবর্তীতে ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেনের প্রতি সংহতি ও যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৈঠক করেছিলেন। তবে সেখানে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।