মধ্য মেক্সিকোর রাস্তায় মিলল ৬ জনের কাটা মাথা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১২:২৪

মধ্য মেক্সিকোর এক রাস্তায় মিলল ভয়ংকর দৃশ্য—৬ জনের কাটা মাথা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে পুয়েবলা ও তলাক্সকালা প্রদেশের মাঝের সড়ক থেকে মাথাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় গণমাধ্যম বলছে, ঘটনাস্থলে একটি কম্বলও ফেলে রাখা হয়েছিল। সেখানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর উদ্দেশে হুমকি লেখা ছিল, আর তাতে স্বাক্ষর ছিল “লা বারেদোরা” বা দ্য সুইপার নামের গোষ্ঠীর। তবে এই গোষ্ঠী আসলেই জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, মাথাগুলো পুরুষদের এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এলাকাটি সাধারণত কার্টেল সহিংসতার জন্য পরিচিত নয়।
এদিকে পুরো মেক্সিকো এখন ফেন্টানিল পাচারবিরোধী অভিযানে ব্যস্ত। তবে দেশজুড়ে গ্যাং সহিংসতা ক্রমেই বাড়ছে। ২০০৬ সাল থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে লাখো মানুষ নিহত আর হাজারো নিখোঁজ হয়েছেন। জুন মাসেও সিনালোয়া প্রদেশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার হয়, যাদের মধ্যে চারজনের মাথা কাটা ছিল। ভয়াবহ এই হত্যাকাণ্ড নতুন করে আতঙ্ক ছড়ালো মেক্সিকো জুড়ে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।