নাইজেরিয়ার মসজিদে হামলা, ফজর নামাজে নিহত ২৭
রাজীব রায়হান | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৩:২৯

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজর নামাজের সময় মসজিদে ঢুকে সশস্ত্র ডাকাতদের গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৭ মুসল্লি।
মঙ্গলবার ভোর ৪টার দিকে মালুমফাশির উঙ্গুওয়ান মানতাউ গ্রামে এ হামলা চালানো হয়। গুলি ছোড়া হলে নামাজরত মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকেন, পালাতে গিয়ে অনেককেই লক্ষ্য করে গুলি করা হয়।
এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় জমি ও পানির দখল নিয়ে কৃষক ও পশুপালকদের সংঘাত প্রায়ই রক্তাক্ত রূপ নিচ্ছে।
রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ভবিষ্যৎ হামলা ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।