জাতীয় স্বার্থে তেল কেনায় মাথা নোয়াবে না: ভারতের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫, ১৫:২৭

রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার স্পষ্ট জানিয়ে দিলেন—ভারতের বাণিজ্যিক নীতি কোনো রাজনৈতিক চাপের কাছে মাথা নোয়াবে না। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন—ভারত জাতীয় স্বার্থ রক্ষার জন্য যেখানে ভালো দামে তেল পাবে, সেখান থেকেই কিনবে।
এ বক্তব্যকে যুক্তরাষ্ট্রের চাপের জবাব হিসেবেই দেখা হচ্ছে। কারণ আমেরিকা বারবার অভিযোগ করেছে, ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে মস্কোকে আর্থিকভাবে সাহায্য করছে।
কিন্তু বিনয় কুমার এসব অভিযোগকে বলেছেন—অযৌক্তিক, অন্যায় এবং অন্যায্য। তিনি আরও জানান—ভারতের লক্ষ্য ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আর এজন্য রাশিয়া ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি।
এর আগেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছিলেন—যদি ভারত থেকে তেল কিনতে সমস্যা হয়, তবে কিনবেন না, কেউ জোর করছে না। সব মিলিয়ে একটাই বার্তা দিল ভারত—জাতীয় স্বার্থে মাথা নোয়াবে না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।