শি–পুতিন–মোদি একমঞ্চে, ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে সংহতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১৬:৪৭

শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ববাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যকলাপের বিরুদ্ধে এক মঞ্চে আসছেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি।
আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে অনুষ্ঠিতব্য আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এই তিন নেতা বৈশ্বিক দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে শক্তিশালী সংহতির দৃষ্টান্ত উপস্থাপন করবেন। এ ফোরামে ২০টির বেশি দেশের নেতারাও উপস্থিত থাকবেন।
শি, পুতিন ও মোদির এই যৌথ উপস্থিতি মার্কিন শুল্ক ও নিষেধাজ্ঞার মধ্যে গ্লোবাল সাউথের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী মোদি সাত বছর পর চীন সফর করছেন। ২০২০ সালের সীমান্ত সংঘাতের পর দুই দেশ উত্তেজনা প্রশমনে একসঙ্গে কাজ করছে। এর আগে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে মোদি, শি ও পুতিনও এক মঞ্চে উপস্থিত ছিলেন।
বিশ্লেষকরা বলছেন—শি এই সম্মেলনকে ব্যবহার করতে চাইবেন আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন সমন্বয় দেখানোর সুযোগ হিসেবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।