মাঠে ডিম পেড়েছে পাখি, খেলা বন্ধ এক মাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্যানবেরার কাছে এক রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল ম্যাচ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। কারণ? সংরক্ষিত প্রজাতির একটি দেশি প্লোভার পাখি মাঠের মাঝখানে ডিম দিয়েছে।

প্লোভার পাখি ডিমের সময় অত্যন্ত রক্ষণশীল হয়ে ওঠে। বিপদ অনুভব করলে এটি আক্রমণাত্মক আচরণ করে এবং অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে দেয়। স্থানীয় কর্তৃপক্ষ এবং বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে, ফুটবল ম্যাচগুলো পাশের অন্য মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।

কাউন্সিল জানিয়েছে, মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ রাখা হতে পারে। দেশি প্রজাতির এই পাখিগুলোর নিরাপত্তা ও ডিম সংরক্ষণের জন্য বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় ফুটবল দলগুলো কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সমর্থন করেছে এবং বিকল্প মাঠে খেলার ব্যবস্থা গ্রহণ করেছে। অস্ট্রেলিয়ায় পরিবেশ সচেতনতার এই ব্যতিক্রমী উদ্যোগ নতুন নজির স্থাপন করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top