বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

বেইজিং কুচকাওয়াজে চীনের নতুন অস্ত্র, শি–পুতিন–কিম একসাথে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৯

ছবি: সংগৃহীত

বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী ঘিরে বিশাল সামরিক কুচকাওয়াজে নতুন অস্ত্র উন্মোচন করেছে চীন। এই কুচকাওয়াজে প্রদর্শিত হয়েছে লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিশাল আন্ডারওয়াটার ড্রোন।

কুচকাওয়াজ শুরুর আগে প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দেন—আমাদের থামানো যাবে না, এবং আমরা কখনোই বলপ্রয়োগকারী শক্তির ভয়ে নতি স্বীকার করবো না।

এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্বের ২৬ জন রাষ্ট্রনেতা। এর মধ্যে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, ভিয়েতনাম, ইরান, কিউবা, পাকিস্তান ও মালয়েশিয়ার শীর্ষ নেতারাও। বিশেষ দৃষ্টি কাড়ে শি, পুতিন ও কিম জং উনের একসঙ্গে উপস্থিতি—যা প্রথমবারের মতো ঘটল এবং আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে অভিযোগ তুলেছেন—শি, পুতিন ও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রহস্যময় ষড়যন্ত্র’ করছেন।

শি তার ভাষণে আরও বলেন—জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ আধুনিক যুগে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে চীনের প্রথম পূর্ণ বিজয়। আর এ লড়াইয়ে চীনের মানুষ ত্যাগের মাধ্যমে মানবসভ্যতা ও বিশ্বশান্তি রক্ষায় বড় অবদান রেখেছে। চীনের সামরিক কুচকাওয়াজ তাইওয়ান ও বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top