শান্তিচুক্তি না হলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া: পুতিন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও হুঁশিয়ারি দিয়েছেন— ইউক্রেন যদি শান্তিচুক্তি না মানে, তবে রাশিয়া সামরিকভাবেই তার সব লক্ষ্য পূরণ করবে।
চীনে সামরিক কুচকাওয়াজে অংশ নিয়ে পুতিন বলেন, সমঝোতা না হলে রাশিয়া যুদ্ধের মাধ্যমেই এগোবে। তবে তিনি আলোচনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে মস্কোতে দেখা করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ট্রাম্প অন্তত পুতিনকে আলোচনার টেবিলে এনেছেন। তবে প্রয়োজন হলে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর আরও চাপ দেবে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়াবে।
পুতিন স্পষ্ট করেছেন— দনবাস অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণেই থাকবে, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না এবং রুশভাষীদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করতে হবে। তিনি আরও বলেছেন, সাধারণ জ্ঞান কাজ করলে সমাধান সম্ভব। না হলে রাশিয়া সামরিকভাবেই তার লক্ষ্য পূরণ করবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।