বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

বিক্ষোভে অস্থির নেপালে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬

ছবি: সংগৃহীত

নেপালে ক্রমবর্ধমান বিক্ষোভ আর বিশৃঙ্খলার মধ্যে দেশের আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সেনাবাহিনী। কাঠমান্ডু পোস্টের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার দিকে সেনারা দেশজুড়ে বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল ভিডিও বার্তায় বিক্ষোভকারী জেন-জি নেতাদের শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানান। তিনি বলেন—জাতির স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক করা সবার দায়িত্ব।

কিন্তু পরিস্থিতি না সামলানোয় সেনাবাহিনী সক্রিয় হয়। প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তর জানায়—কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করছে।

সেনারা সতর্ক করে বলেছে—অবস্থা অব্যাহত থাকলে অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে পুরো দেশজুড়ে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে এবং সামগ্রিক নিরাপত্তা নতুন করে মূল্যায়ন করা হবে। এখন সবার চোখ নেপালে—সংলাপ নাকি সেনা নিয়ন্ত্রণে যাবে পরিস্থিতি?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top