গাজার ত্রাণ নৌবহরে হামলা, সংহতি মিশন অব্যাহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৭

গাজার পথে ছুটে চলা মানবিক ত্রাণবাহী বিশাল নৌবহর থমকে গেছে। দ্য গ্লোবাল ফ্লোটিলা ফর গাজা নামে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশনে অংশ নিয়েছে ৪৪টিরও বেশি দেশের প্রতিনিধি আর প্রায় ১০০টি জাহাজ। ৩১ আগস্ট স্পেন থেকে এই বহরের যাত্রা শুরু হয়। প্রথম ভাগে ছিল ছোট ছোট জাহাজ, যেগুলোতে চিকিৎসক, মানবিক কর্মী আর জরুরি ত্রাণসামগ্রী ছিল।
৪ সেপ্টেম্বর তিউনিশিয়ায় দ্বিতীয় দল যোগ দেয়ার পরই ঘটে বিপত্তি। প্রধান নৌকাটি ড্রোন হামলার শিকার হয় বলে দাবি করেছে আয়োজকরা। এতে নৌকার ডেক ও স্টোর ক্ষতিগ্রস্ত হলেও ছয়জন যাত্রী ও ক্রু নিরাপদ আছেন।
তবে তিউনিশিয়ার ন্যাশনাল গার্ড জানায়—হামলার কোনো প্রমাণ নেই, বরং নৌকার ভেতর থেকেই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর সিদি বো সাঈদ বন্দরে বিপুল মানুষ জড়ো হয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন।
গ্লোবাল ফ্লোটিলা ফর গাজা জানিয়েছে—এই হামলা ভয় দেখানোর চেষ্টা মাত্র। কিন্তু কোনো হামলা বা হুমকি দিয়েই তাদের মানবিক সংহতির মিশন থামানো যাবে না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।