শ্রীলঙ্কা-বাংলাদেশের পর নেপালও কি নতুন সংকটে?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তন—এইবার নেপাল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দিয়ে শুরু হওয়া আন্দোলন এখন দুর্নীতিবিরোধী জনবিক্ষোভে রূপ নিয়েছে। ইতিমধ্যেই প্রাণ গেছে অন্তত ২২ জনের।
বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল। রাজধানীতে ভাঙচুর আর অগ্নিসংযোগে তছনছ হয়েছে বাসভবন থেকে হোটেল পর্যন্ত।
২০২২ সালে শ্রীলঙ্কা আর ২০২৪ সালে বাংলাদেশে যেমন দৃশ্য দেখা গিয়েছিল, নেপালেও একই পথ—অর্থনৈতিক সংকট, দুর্নীতি, আর শেষমেশ সরকারের পতন।
অভ্যন্তরীণ দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি যুক্ত হয়েছে ভূরাজনীতির চাপ। অলি সরকারের চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, বেল্ট অ্যান্ড রোডে যোগদান এবং মার্কিন প্রভাব—সব মিলিয়ে নেপাল এখন নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে।
প্রশ্ন একটাই—বাংলাদেশের পর, শ্রীলঙ্কার পর, এবার কি নেপালও পরিণত হলো আরেকটি ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্রে?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।