কে এই সুশীলা কার্কি?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪১

নেপালের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচিত নাম সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। কেপি শর্মা ওলি পদত্যাগের পর যে অস্থিরতা তৈরি হয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব হিসেবে তার নাম উঠে এসেছে।
সততা, নির্ভীকতা ও যোগ্যতার জন্য খ্যাত ছিলেন সুশীলা কার্কি। পেশাগত জীবন শুরু করেছিলেন একজন স্কুলশিক্ষক হিসেবে। পরবর্তীতে তিনি ২০০৬ সালে সংবিধান খসড়া কমিটির অংশ হন এবং ২০০৯ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারীর নিয়োগে ও তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কনস্টিটিউশন কাউন্সিলের সুপারিশে তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন।
সম্প্রতি জেন-জি প্রজন্মের পাঁচ হাজারের বেশি প্রতিনিধিকে নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে নেপালের পরবর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকেই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সুশীলা কার্কির নাম উঠে আসে। তাকে দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হলে তিনি শর্ত দেন-অন্তত এক হাজার মানুষের স্বাক্ষর সমর্থন প্রয়োজন। অবশেষে দেখা যায়, তার প্রতি সমর্থনের স্বাক্ষর জমা পড়ে আড়াই হাজারেরও বেশি।
প্রাথমিকভাবে সম্মতি জানানোর পর দায়িত্ব গ্রহণের আগে সুশীলা কার্কির সেনাপ্রধান জেনারেল রাজ সিগডেলের সঙ্গে বৈঠক করবেন এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন নেবেন। বিশেষজ্ঞদের মতে, নেপালের ইতিহাসে সুশীলা কার্কির এই সম্ভাব্য নতুন অধ্যায় দেশটির রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।