নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯

নেপালে চলমান ‘জেনারেশন জেড’ বা জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১-এ। এছাড়া ২৮৪ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ২১ বিক্ষোভকারী, ৩ পুলিশ সদস্য, ৯ বন্দি, ১৮ জন অন্যান্য এবং একজন ভারতীয় নারী রয়েছেন। এছাড়া এক হাজার ৭৭১ জন আহতকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।
বিক্ষোভের মূল কারণ হলো সরকারের পক্ষ থেকে ফেসবুক, এক্স এবং ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা। পুলিশের গুলিতে সোমবার অন্তত ১৯ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বিক্ষোভকারীরা শীর্ষ নেতাদের বাড়ি ও সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন, কাঠমাণ্ডু বিমানবন্দর বন্ধ করা হয় এবং সেনাবাহিনী কিছু মন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে।
এই পরিস্থিতির মধ্যে শুক্রবার সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল তাকে ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।