ভারতের ১৫টি স্যাটেলাইট হারিয়ে গেছে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ২২:৩৭
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) পিএসএলভি-সি৬২ মিশন বছরের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। রকেটের সফল উৎক্ষেপণ সত্ত্বেও তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে কক্ষপথে পৌঁছানোর আগে ১৫টি স্যাটেলাইট নিয়ন্ত্রণ হারিয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ১৭ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ২৬০ টনের পিএসএলভি রকেট উৎক্ষেপণ করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপ স্বাভাবিকভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। মিশন কন্ট্রোলের সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং রকেটের কক্ষপথ নির্ধারিত পথভ্রষ্ট হয়।
ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানান, তৃতীয় ধাপের রকেটের কর্মক্ষমতা শুরু পর্যন্ত স্বাভাবিক ছিল, তবে পরে ঘূর্ণনগতিতে অস্বাভাবিকতা দেখা দেয়। তিনি বলেন, “আমরা তথ্য বিশ্লেষণ করছি, পরে ব্যর্থতার কারণ বিস্তারিত জানানো হবে।”
এটি গত আট মাসের মধ্যে পিএসএলভির দ্বিতীয় ব্যর্থতা। ২০২৫ সালের পিএসএলভি-সি৬১ মিশনও ব্যর্থ হয়েছিল। ৯০ শতাংশের বেশি সফলতার হার থাকা এই রকেটের সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।