ফ্রান্সের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে ট্রাম্প, ২০০% শুল্ক আরোপের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৫:১৮
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক আক্রমণাত্মক মন্তব্য ও হুমকির মাধ্যমে। ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা প্রকাশ্যে শেয়ার করেছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত তথাকথিত ‘বোর্ড অফ পিস’-এ যোগদানের আমন্ত্রণে অনাগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। মূলত যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন তদারকির জন্য এই বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হলেও, এর সনদে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিস্তৃত ভূমিকার ইঙ্গিত রয়েছে—যা প্যারিসের আপত্তির কারণ।
ফ্রান্সের এই অবস্থানের পরই ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে শুল্ক আরোপের হুমকি দেন।
ফরাসি প্রেসিডেন্টকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “আমি তার ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করব। তখন সে যোগ দেবে। না চাইলে না-ই যোগ দিক।”
পরে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা শেয়ার করেন ট্রাম্প। বার্তায় ম্যাক্রোঁ বলেন, ইরান ও সিরিয়া ইস্যুতে উভয় পক্ষ একমত হলেও তিনি বুঝতে পারছেন না, গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প কী করতে চাইছেন।
ম্যাক্রোঁ আরও জানান, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ট্রাম্পসহ G7 নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিতে পারেন এবং সেখানে ইউক্রেন, ডেনমার্ক, সিরিয়া ও রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর কথাও বলেন। এমনকি ট্রাম্পকে নৈশভোজে আমন্ত্রণ জানানোর প্রস্তাবও ছিল বার্তায়।
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থানকে ঘিরে ফ্রান্স প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রকে বিদ্রূপ করেছে। ফরাসি ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বক্তব্য ব্যঙ্গ করে একাধিক উপমা তুলে ধরা হয়।
একটি পোস্টে বলা হয়,“যদি কোনো দিন আগুন লাগে, তাহলে দমকল আসবে—এই যুক্তিতে এখনই বাড়ি পুড়িয়ে ফেলা ভালো।”
আরও বলা হয়, “যদি কোনো দিন হাঙ্গর আক্রমণ করতে পারে, তাহলে এখনই লাইফগার্ড খাওয়া ভালো।”
স্কট বেসেন্ট ট্রাম্পের পদক্ষেপের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, “আর্কটিক অঞ্চলে রাশিয়ার ভবিষ্যৎ হুমকি বাস্তব। গ্রিনল্যান্ডে যদি আক্রমণ হয়, ন্যাটো হিসেবে আমরা জড়িত হব।”
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, “ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি অগ্রহণযোগ্য ও অকার্যকর।”
সূত্রটি আরও জানায়, “পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করতে শুল্কের হুমকি ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
সুত্র: এনডি টিভি
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।