খামেনিকে নুরেমবার্গের আদলে বিচারের হুঁশিয়ারি নির্বাসিত প্রিন্স রেজা পাহলভির
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৮:১৭
জার্মানির নুরেমবার্গে নাৎসি যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার করা হয়েছিল, ঠিক সেভাবেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকেও বিচারের মুখোমুখি হতে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নির্বাসিত প্রিন্স রেজা পাহলভি। এ খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানে ব্যাপক রক্তপাত ঘটেছে। এ প্রেক্ষাপটে খামেনির উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন পাহলভি, যেখানে তিনি তাকে ‘ইরানবিরোধী অপরাধী’ হিসেবে অভিহিত করেন।
পাহলভি বলেন, “তার হাতে হাজার হাজার ইরানির রক্ত লেগে আছে।” বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৪,০২৯ জন নিহত হয়েছেন।
এক্স (সাবেক টুইটার)-এ আরবি ভাষায় পোস্ট করা ওই চিঠিতে পাহলভি লেখেন, “আপনি, আপনার শাসনব্যবস্থা এবং আপনার সব ভাড়াটে বাহিনী প্রতিটি ফোঁটা রক্তপাতের জন্য জবাবদিহি করবেন—কোনো ব্যতিক্রম ছাড়া। আমরা ক্ষমা করি না, ভুলে যাই না, পিছু হটি না। যেমনভাবে নাৎসি অপরাধীরা নুরেমবার্গে বিচার ও শাস্তি পেয়েছিল, তেমনি আপনাদেরও ইরানি জাতির আদালতে বিচার হবে।”
উল্লেখ্য, রেজা পাহলভির পিতা শাহ মোহাম্মদ রেজা পাহলভি দীর্ঘ স্বৈরশাসনের পর ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হন। চিঠিতে নির্বাসিত এই রাজপুত্র ইরানের জনগণকে ঐক্যবদ্ধ ও সাহসী থাকার আহ্বান জানান।
ইরানিদের উদ্দেশে তিনি লেখেন, “আমার সাহসী সন্তানরা, শোকাহত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ ভাই-বোনেরা—তোমরা একা নও। তোমাদের দৃঢ়তা ইতিহাস বদলে দিয়েছে। তোমরাই স্বাধীনতার অগ্রভাগে দাঁড়িয়ে আছো। এই শাসনের পতন শুরু হয়ে গেছে।”
চিঠির শেষাংশে তিনি বলেন, “চূড়ান্ত বিজয় পর্যন্ত এই সংগ্রাম শুধু জাতীয় দায়িত্ব নয়; এটি স্বাধীনতার পথে শহীদদের রক্তের সঙ্গে করা অঙ্গীকার। সেই দিন খুব দূরে নয়, যেদিন আমরা একসঙ্গে ইরান পুনরুদ্ধারের উৎসব উদযাপন করব।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।