সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

আকাশে একসঙ্গে দুটি সূর্য! রাশিয়ায় দেখা গেল বিরল প্রাকৃতিক দৃশ্য

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৪

ছবি: সংগৃহীত

রাশিয়ার আকাশে সম্প্রতি একসঙ্গে ‘দুটি সূর্য’ দেখা যাওয়ার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। হঠাৎ এমন অস্বাভাবিক দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ দৃশ্য কোনো রহস্যময় বা অতিপ্রাকৃত ঘটনা নয়। এটি প্রকৃতির এক বিরল আলোকজনিত প্রতিফলন, যা ‘সান ডগ’ নামে পরিচিত।

বিশেষজ্ঞদের ব্যাখ্যায়, সান ডগ মূলত একটি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ঘটনা। একে ‘মক সান’ বা বৈজ্ঞানিক ভাষায় ‘পারহেলিয়া’ও বলা হয়। সাধারণত সূর্যের ডান বা বাম পাশে, কখনও আবার দু’পাশেই উজ্জ্বল আলোর ছটা দেখা যায়, যা দূর থেকে আলাদা একটি সূর্যের মতো বিভ্রম সৃষ্টি করে।

বিজ্ঞানীরা জানান, ‘পারহেলিয়া’ শব্দটির উৎপত্তি গ্রিক ভাষা থেকে, যার অর্থ ‘সূর্যের পাশে’। নামটি এই দৃশ্যের প্রকৃতির সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ।

তাদের মতে, প্রচণ্ড শীতের কারণে বায়ুমণ্ডলের ওপরের স্তরে সূক্ষ্ম বরফের কণার সৃষ্টি হয়। এসব বরফকণা সূর্যের আলোকে প্রতিসরণ ও প্রতিফলনের মাধ্যমে এমন বিভ্রম তৈরি করে। বাস্তবে আকাশে সূর্য ছিল একটিই।

রাশিয়ার জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সান ডগ হলো আলোক-বিভ্রমের একটি বৃহত্তর শ্রেণির অংশ। এ ধরনের ঘটনাগুলোর মধ্যেই সূর্য বলয় ও চাঁদের বলয় (লুনার হ্যালো) দেখা যায়। সাধারণত উঁচু বায়ুমণ্ডলে থাকা বরফের স্ফটিকের সঙ্গে আলো মিথস্ক্রিয়া করলেই এসব দৃশ্য তৈরি হয়।

আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী, এটি খুব সাধারণ না হলেও শীতপ্রধান অঞ্চলে মাঝে মাঝে এমন দৃশ্য চোখে পড়তে পারে।

এনএফ৭১/এমএ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top