বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দণ্ডি কেটে ১৬০০ কিমি: সন্তানের জন্য শম্ভুর কেদারনাথ যাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১৭:২৯

ছবি: সংগৃহীত

একটা মানুষ হাঁটছে না, দৌড়াচ্ছে না—দণ্ডি কেটে চলেছে। গন্তব্য? কেদারনাথ! আর দূরত্ব? ১৬০০ কিলোমিটার! না, কোনও ট্রেন নেই, বাস নেই, এমনকি হেঁটেও না—এই গোটা পথটাই তিনি পার করছেন শুধুমাত্র দণ্ডি কেটে। এই অবিশ্বাস্য যাত্রা করছেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা শম্ভু কাহার।

বৃষ্টি ঝরছে অঝোরে। রাস্তার পাশে কাদা, জলের স্রোত। তার মধ্যেই দেখা গেল শম্ভুকে—গা, হাত, পা ভেজা কাদা-মাটি, মুখে একাগ্রতা আর চোখে কেবল বিশ্বাসের দীপ্তি।

ঘটনা সোমবারের, স্থান—মছলন্দপুর, উত্তর ২৪ পরগনা। স্থানীয় লোকজন অবাক হয়ে তাকিয়ে আছেন তাঁর দিকে। কেউ ফল দিচ্ছেন, কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, কেউ আবার দক্ষিণা দিয়ে উৎসাহ দিচ্ছেন।

কেন করছেন এমন কষ্টসাধ্য যাত্রা? শম্ভু কাহার একজন ভক্ত শিবভক্ত। বিবাহিত জীবনেও ছিল এক গভীর বেদনার অধ্যায়। স্ত্রী বারবার সন্তান ধারণ করলেও, গর্ভেই নষ্ট হয়ে যাচ্ছিল সেই সন্তান।

এই যন্ত্রণার মাঝেই শম্ভু একটি মানত করেছিলেন—যদি একদিন সুস্থ সন্তান হয়, তবে আমি দণ্ডি কেটে কেদারনাথ যাব। কয়েক বছর আগে, সেই মানত পূর্ণ হয়—সুস্থ পুত্র সন্তান জন্ম নেয়। এখন তার বয়স ৩ বছর। আর তাই এবার শম্ভু রওনা হয়েছেন তাঁর ভক্তি যাত্রায়।

কীভাবে চলছে যাত্রা? রোদ-বৃষ্টি-কাদা—সব উপেক্ষা করেই প্রতিদিন কয়েক কিলোমিটার করে এগিয়ে চলেছেন শম্ভু। রাতে থাকছেন স্থানীয় ক্লাব বা মন্দিরে। খাবার হিসেবে নিচ্ছেন শুধুই ফল ও নিরামিষ খাবার। আর দিনের পর দিন, ইঞ্চি ইঞ্চি এগিয়ে চলেছেন শুধুমাত্র দণ্ডি কেটে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top