রমজান ২০২৬: ফেব্রুয়ারি ১৮ থেকে শুরু হতে পারে রোজা, মার্চ ১৯ পর্যন্ত চলার সম্ভাবনা
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৬, ১৪:০৩
দেখতে দেখতে মুসলিম উম্মাহর সিয়াম সাধনার পবিত্র রমজান মাস আবার নিকটে চলে এসেছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস সম্ভবত ফেব্রুয়ারি ১৮ থেকে শুরু হতে পারে। তবে চাঁদ দেখা অনুযায়ী প্রথম দিনের সঠিক তারিখ চূড়ান্ত হবে।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। পরদিন মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে চাঁদ দেখা অনুযায়ী রমজান ২৯ বা ৩০ দিনেরও হতে পারে।
উল্লেখ্য, হিজরি বর্ষ গণনা চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং বর্তমানে চলছে রজব মাস। হিজরি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়।
এদিকে, আগামী ফেব্রুয়ারি ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের কয়েকদিন পরেই মুসলিম উম্মাহর জন্য শুরু হচ্ছে রোজার পবিত্র মাস।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।