ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ঢাকায় জশনে জুলুস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪০

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক জশনে জুলুস শোভাযাত্রা। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি ও বিএসপি চেয়ারম্যান শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিবাদী জনতার অংশগ্রহণে এই শোভাযাত্রা শুরু হয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে।
দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা প্রদক্ষিণ করে শোভাযাত্রা আবার উদ্যানে ফিরে আসে শান্তি মহাসমাবেশে। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ এসে ভিড় জমান উদ্যানে।
শোভাযাত্রার অগ্রভাগে ছিল ‘ইয়া নবী সালামু আলাইকা’, ‘ইয়া রাসূল সালামু আলাইকা’ লিখিত ব্যানার। অংশগ্রহণকারীদের হাতে কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড আর বিশাল জাতীয় পতাকা। চারদিকে ধ্বনিত হতে থাকে নারায়ে তাকবীর ও নারায়ে রিসালতের স্লোগান।
সমাবেশে তিনি বলেন, মহানবী (দ.) মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাঁর আদর্শ অনুসরণ করলেই শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব। ১৫০০ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এবারের জশনে জুলুসে অংশ নেন লাখো মানুষ। ভালোবাসা আর শ্রদ্ধায় মুখরিত হয় রাজধানীর রাস্তাঘাট।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।