আজ শ্যামাপূজা ও দীপাবলি
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০৯:৫৩

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ সোমবার (২০ অক্টোবর) সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এই পূজা অনুষ্ঠিত হয়। শক্তি, শান্তি ও রক্ষার প্রতীক দেবী শ্যামার আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে পূজা-অর্চনা। মন্দির ও বাড়িঘরে দীপজ্বালনের আলোয় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র।
দীপাবলি মূলত ‘আলোক উৎসব’ হিসেবে পরিচিত। অশুভের পরাজয় ও শুভের বিজয়ের প্রতীক এই উৎসব অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। এদিন ভক্তরা শুভ, কল্যাণ ও ইতিবাচক শক্তির আরাধনায় মেতে ওঠেন।
শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, দুর্গা হলেন অন্নদাত্রী ও উর্বরতার প্রতীক, আর কালী প্রলয় ও শক্তির দেবী। কথিত আছে, দেবী কালী দুর্গার ললাট থেকে ক্রোধরূপে উদ্ভূত, অর্থাৎ তিনি দুর্গারই আরেক রূপ। ধর্মগ্রন্থে উল্লেখ আছে, দেবী কালীর এগারোটি ভিন্ন রূপ রয়েছে, প্রতিটির মাহাত্ম্য আলাদা। এই পূজাকে শ্যামাপূজা বা মহানিশী পূজা নামেও অভিহিত করা হয়।
পূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মন্দিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন নিয়েছে বিশেষ ব্যবস্থা। ঘরোয়া ও মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা স্থাপন করে ভক্তরা দেবী কালীকে আহ্বান জানাচ্ছেন।
লোকবিশ্বাস অনুযায়ী, দেবী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী। তাই অনেক স্থানে শ্মশানকালী পূজারও আয়োজন করা হয়।
রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক উৎসাহ ও ভক্তিভরে। এছাড়া রমনা কালীমন্দির, মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির ও বরদেশ্বরী কালীমাতা মন্দিরে চলছে বিশেষ পূজা আয়োজন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।