বিয়ে হচ্ছে না? এই আমলই খুলে দেবে নতুন দুয়ার

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৬:১৮

সংগৃহীত

বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে আসে। মানব ইতিহাসের শুরু থেকেই বিয়ের বিধান চলে আসছে। ইসলামে বিয়েকে গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক এবং বিয়ের সামর্থ্য রাখে, তার জন্য দেরি না করে বিয়ে করা ইমানি দায়িত্ব।

নবী করিম (সা.) বলেছেন,

“হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে, তার বিয়ে করা উচিত। কেননা বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। কারণ রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয়।”

(বোখারি : ৫০৬৫, মুসলিম : ১৪০০)

হাদিস থেকে বোঝা যায়, বিয়ের জন্য কোনো নির্দিষ্ট দিন বা মাস ঠিক করা হয়নি। সামর্থ্য থাকলে দেরি না করে বিয়ে করা উত্তম। তবে সমাজের জটিল নিয়ম ও পরিবেশের কারণে অনেক যুবক-যুবতী নির্ধারিত সময়ে বিয়ে করতে পারছেন না।

দোয়া ও আমল:

সহজে বিয়ে হওয়ার জন্য সালাতুল হাজত নামাজের পর বেশি বেশি দোয়া করা উত্তম। কোরআনে বর্ণিত বিশেষ দোয়া হলো:

রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।

অর্থ: হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান দান করুন, যারা আমাদের চোখের আনন্দ হবে। আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন। (সুরা ফুরকান : ৭৪)

কিছু আলেম বলেন, যারা বিবাহে দেরি করছেন, তারা ৪০ দিন ধরে প্রতিদিন ফজরের নামাজের পর এক বিশেষ আমল করতে পারেন। যুবকরা ডান হাত দিয়ে বাম হাতের কব্জি চেপে ধরে এবং যুবতীরা বাম হাত দিয়ে ডান হাতের কব্জি চেপে ধরে আল্লাহর নাম “ইয়া ফাত্তাহু” ৪০ বার পাঠ করলে দ্রুত বিয়ে হয়। আবার কেউ কেউ সুরা মুমতাহিনা ৪০ দিন তেলাওয়াত করারও পরামর্শ দেন।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top