রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

আকিকা না দিলে কি সন্তানের বিপদ লেগে থাকে? ইসলামী দিকনির্দেশনা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯

সংগৃহীত

জন্মের আনন্দকে আরও বিশেষ করতে ইসলামে সুপারিশ করা হয়েছে সন্তানের জন্য আকিকা দেওয়া। আকিকা হলো সন্তানের জন্মের পর শুকরিয়াস্বরূপ পশু জবাই করা, যা মুস্তাহাব (প্রিয় ইবাদত) হিসেবে বিবেচিত। হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের পক্ষ থেকে আকিকা করুন এবং নবজাতকের চুল ও নখ পরিষ্কার করুন। (বোখারি: ২/৮২২)

আকিকার সময়

ইসলামী শিক্ষায় নবজাতকের জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম বলে উল্লেখ আছে। যদি সম্ভব না হয়, তাহলে ১৪ বা ২১ তম দিনেও করা যায়। হাদিসে এই তিন দিনের বিশেষ উল্লেখ থাকায় এগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়।

কতটি পশু জবাই করবেন

পুত্র সন্তানের জন্য দুইটি এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল, ভেড়া বা দুম্বা জবাই করা উত্তম। যদিও একটিও জবাই করলে আকিকার হক আদায় হয়। এছাড়া উট, মহিষ বা গরু থেকেও আকিকা করা যায়।

আকিকা না দিলে কি ক্ষতি হয়?

অনেকেই মনে করেন, আকিকা না দিলে সন্তান বিপদে পড়তে পারে। তবে ইসলামিক স্কলাররা বলেছেন, এটি বাধ্যতামূলক নয় এবং ইসলামের কোনো সূত্রে স্পষ্টভাবে বলা হয়নি যে, আকিকা না দিলে শিশু বিপদে পড়বে। তবে আকিকা দিলে শিশু শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকে। আর্থিক সীমাবদ্ধতা থাকলে আকিকা না করলেও কোনো ক্ষতি হবে না, এবং যখন সম্ভব হবে তখন এটি করা উত্তম।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top