আগামী রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ২১ মার্চ
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১২:৫৯
পবিত্র রমজান মাস আবার ঘরে ফিরছে। ইসলামিক ইনফরমেশন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী রমজান শুরু হতে মাত্র ১০০ দিন বাকি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা, এমিরেট অ্যাস্ট্রনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে হিজরি ১৪৪৭ সালের রমজানের চাঁদ আকাশে উঠলেও সূর্যাস্তের মাত্র এক মিনিটের মধ্যে চাঁদ অস্ত হয়ে যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না এবং রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের প্রথম কয়েকদিন রোজার সময়কাল প্রায় ১২ ঘণ্টা থাকবে। মাস শেষে রোজার সময়কাল বৃদ্ধি পেয়ে প্রায় ১৩ ঘণ্টা পৌঁছাবে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়ার বরাত দিয়ে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবে চাঁদ দেখা কমিটি বৈঠক করবে, এবং একদিন পরে বাংলাদেশে রমজান শুরু হবে। ফলে বাংলাদেশে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর পড়তে পারে ২১ মার্চ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।