অমুসলিমের পান করা অবশিষ্ট পানি কি নাপাক?
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৭:৩৯
দৈনন্দিন জীবনে অমুসলিমদের সঙ্গে সামাজিক ও কর্মক্ষেত্রের নানা সম্পর্কে মুসলমানদের একসঙ্গে বসা, খাওয়া বা একই পাত্রে পানি পান করার প্রয়োজন পড়ে। তবে অনেকের ধারণা, অমুসলিমের ঝুটা পানি নাপাক— তাই তা পান করা জায়েজ নয়।
এ বিষয়ে দেশের জনপ্রিয় ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার জানিয়েছে, এ ধারণা সঠিক নয়। পত্রিকাটিতে বলা হয়েছে,
“অমুসলিমের ঝুটা পানি নাপাক—এ ধারণা ঠিক নয়। নাপাকির নির্ধারিত কারণ ছাড়া সাধারণ অবস্থায় অমুসলিমের লালা নাপাক নয় এবং তাদের ঝুটা পানিও নাপাক নয়। প্রয়োজনের সময় একই পাত্র থেকে পান করতে কোনো অসুবিধা নেই।”
তাফসিরের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়েছে,
“কোরআনে মুশরিকদের ‘নাজিস’ বা নাপাক বলা হয়েছে তাদের আকিদা ও বিশ্বাসের অপবিত্রতার কারণে; এজন্য নয় যে তাদের শরীর বা লালা সব সময় নাপাক গণ্য হবে।”
(তাফসিরে ইবনে কাসির, সূরা তাওবা: আয়াত ২৮ দ্রষ্টব্য)
আল কাউসার আরও উল্লেখ করে, ইসলামে অমুসলিমদের সঙ্গে গভীর বন্ধুত্ব ও তাদের ধর্মীয় উৎসবে অংশ নেওয়া নিষেধ। তবে প্রতিবেশী হিসেবে তাদের হক আদায়, প্রয়োজনীয় লেনদেন ও সামাজিক আচরণে শরিয়তের সীমা রক্ষা করে সম্পর্ক রাখা সম্পূর্ণ বৈধ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।