বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

চাকরি হচ্ছে না? ২ আমলে মিলবে সমাধান

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৭

সংগৃহীত

বর্তমান সময়ে ভালো চাকরি পাওয়া অনেকের জন্যই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষিত-অশিক্ষিত সবাই জীবিকার তাগিদে চাকরির খোঁজে ছুটছেন, তবে বহু মানুষ হতাশা ও দুশ্চিন্তায় দিশাহারা হয়ে পড়েন।

রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ বলেছেন, মুসলমান হিসেবে রিজিকের মালিক একমাত্র আল্লাহতায়ালা। তাই চাকরির জন্য যথাসাধ্য চেষ্টা করার পাশাপাশি আল্লাহর দরবারে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, ইন্টারনেটে চাকরিপ্রত্যাশীদের জন্য ঘুরে বেড়ানো নানা আমল ও দোয়া নির্ভরযোগ্য নাও হতে পারে। তবে কোরআন শরিফে বর্ণিত একটি বিশুদ্ধ দোয়া চাকরি ও জীবিকা অর্জনের জন্য কার্যকর:

দোয়া:

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির

অর্থ: “হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি সেটার মুখাপেক্ষী।” (সুরা আল-কাসাস : ২৪)

চাকরি বা জীবিকা অর্জনের জন্য আল্লাহর গুণবাচক নাম ইয়া ওয়াহহাবু (অর্থ: কোনোরূপ প্রতিদান ব্যতীত অধিক দানকারী) বারবার পাঠ করার পরামর্শও দিয়েছেন।

মুফতি ইয়াহইয়া শহিদ আরও বলেছেন, ইসলামের মহান নবী হজরত মুসা (আ.) মাদায়িনে পৌঁছালে কোনো আশ্রয় বা জীবিকার ব্যবস্থা ছিল না। তবে তিনি দরিদ্র ও অসহায়দের সাহায্য করার পর আল্লাহর কাছে দোয়া করলে উত্তম কর্মক্ষেত্র ও রিজিক লাভ করেছিলেন।

তিনি যোগ করেন, চাকরি বা কর্মসংস্থান খুঁজতে যারা পরিশ্রমের পাশাপাশি আল্লাহর দরবারে দোয়া ও এই কোরআনি আমল অনুসরণ করবেন, তাদের জন্য আল্লাহতায়ালা উত্তম রিজিকের দ্বার খুলবেন ইনশাআল্লাহ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top