রোজা শুরু হতে আর কত দিন বাকি?
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:২৩
রমজান মুসলমানদের জীবনে সবচেয়ে পবিত্র ও বরকতময় মাস। ইবাদত, আত্মশুদ্ধি এবং সংযমের এই মাসকে ঘিরে বিশ্বজুড়ে মুসলমানদের আগ্রহ থাকে মাস শুরু ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে। যদিও চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান ও ঈদের চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়, তবুও জ্যোতির্বিদ ও বিভিন্ন সংস্থা প্রায়ই সম্ভাব্য তারিখ প্রকাশ করে থাকে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তার বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠলেও মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে সেদিন খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। তাই রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
তিনি আরও জানান, ২০ মার্চ (শুক্রবার) শাওয়ালের প্রথম দিন, অর্থাৎ সেদিনই অনুষ্ঠিত হতে পারে ঈদুল ফিতর।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান ক্যালেন্ডারও জানিয়েছে, ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি।
যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়, তাই বাংলাদেশে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর হতে পারে ২১ মার্চ।
সে হিসাবে আজ ১৯ নভেম্বর ২০২৫ থেকে রোজা শুরু হতে বাকি আছে প্রায় ৯১–৯২ দিন।
এবারের রমজান পড়বে শীতের শেষভাগ ও বসন্তের শুরুতে। আবহাওয়াবিদরা বলছেন, ২০২৬ সালের রোজা পুরোপুরি ঠাণ্ডা মৌসুমে পড়ায় সেহরির সময় ভোরে ও রাতে তারাবির পর শীত আরও বেশি অনুভূত হতে পারে।
সূত্র: আল আরাবিয়া, গালফ নিউজ
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।