মৃত মা-বাবার জন্য দোয়া পৌঁছাতে যেসব আমল করবেন
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:০৫
মৃত্যুর অবিচ্ছেদ্য সত্য হওয়া সত্ত্বেও মানুষ প্রায়ই এর কথা ভুলে যায়। ইসলামী শাস্ত্রে বলা হয়েছে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন প্রতিটি কাজের ফলাফল পাবে। (সূরা আলে ইমরান : ১৮৫, সূরা আনকাবুত : ৫৭)
জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ জানিয়েছেন, সাধারণভাবে মানুষের নিজের আমল তার নিজের জন্যই উপকার বয়ে আনে। তবে মৃত মা-বাবার জন্য সন্তানের কিছু আমলের প্রভাবও পড়ে।
মুখ্যতঃ সন্তানের নেক আমল ও মা-বাবার জন্য দোয়া তাদের জন্য বিশেষভাবে উপকারী। হাদিসে এসেছে, মানুষ মৃত্যুর পর তিন ধরনের আমল ব্যতীত সব আমল বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটি হলো নেক সন্তান। নেক সন্তান হালাল-হারাম মেনে চলা, নিয়মিত দোয়া করা এবং সৎ কাজের মাধ্যমে মৃত মা-বাবার জন্য সওয়াব অর্জন করতে পারে। (মুসলিম : ৪০৭৭)
আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো মা-বাবার নামে দান ও সদকা করা। সন্তানের মাধ্যমে সদকা বা দানের সওয়াব আল্লাহ তা’আলা মৃত মা-বাবার আমলনামায় যোগ করে দেন।
মুফতি ইয়াহইয়া শহিদ বলেন, “সন্তান নিজে নেক আমল করবে, দোয়া ও সদকা করবে, সেটিই মৃত মা-বাবার জন্য সবচেয়ে বেশি উপকার বয়ে আনে। সাধারণভাবে অন্যের মাধ্যমে করা দোয়া কিছুটা উপকারে আসে, তবে নিজস্ব নেক আমল ও সদকা সর্বোচ্চ ফলপ্রসূ।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।