শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্প থেকে আত্মরক্ষার দোয়া

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১১

সংগৃহীত

দেশে গত ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর পর থেকে দফায় দফায় আরও কয়েকটি ভূকম্পন অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক বেড়েই চলেছে।

এমন পরিস্থিতিতে ভূমিকম্পের বিপদ থেকে রক্ষা পেতে দোয়া ও আমল সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভূমিকম্প হলে একজন ঈমানদার সর্বপ্রথম আল্লাহর ওপর ভরসা করবে। পাশাপাশি আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলা জরুরি।”

তিনি আরও জানান, নবী করিম (সা.) একটি দোয়া পড়তেন, যা ভূমিকম্পজনিত ধ্বংস, চাপা পড়ে মৃত্যু বা বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পাঠ করা যেতে পারে। দোয়াটি হলো—

“আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাত-তারাদ্দি ওয়াল-হাদাম, ওয়াল গারাকি ওয়াল হারাক— ওয়া আউযুবিকা আন ইয়াতাখাব্বাতানিয়াশ শায়তানু ইন্দাল মাওত, ওয়া আউযুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা, আও আমূতা লাদিগা।”

অর্থ:

হে আল্লাহ! আমি আপনার কাছে পানাহ চাই— উপর থেকে পড়ে মৃত্যু, ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত্যু, আগুনে বা পানিতে মৃত্যু থেকে। মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় চাই। এবং আপনার রাহে জিহাদে গেলে যেন কখনো পিছু হটতে না হয়। আমি সাপের দংশনে মৃত্যুবরণ থেকেও আপনার কাছে আশ্রয় চাই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top