• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আইপিএলে কি তবে ইমপ্যাক্ট প্লেয়ার বাতিল হবে?

রাশেদ রাসেল | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪, ১৭:০৭

ছবি: সংগৃহীত

গত বছর থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ‍ক্রিকেট লিগ আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার প্রথা। তবে দ্বিতীয় বছরে এসে এর ঘোড় বিরোধিতা করছেন স্বয়ং ভারতীয় খেলোয়াররা।

এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পেসার মোহাম্মদ সিরাজ সাফ জানিয়ে দিলেন, এই নিয়ম বাদ দেওয়া উচিত।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের আওতায় একজন বাড়তি ক্রিকেটার ব্যবহার করা যায় একাদশের বাইরে। সেক্ষেত্রে বেশিরভাগ দল বাড়তি ব্যাটার ব্যবহারের দিকেই ঝুঁকছে। ফলাফল, আইপিএলের সপ্তদশ আসরে রানের বন্যা বয়ে যাচ্ছে। যেটা বোলারদের জন্য বেশ অসহায়ত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ নিয়ে গতকাল ম্যাচশেষে সিরিজ বলেন, ‘দয়া করে এই ইমপ্যাক্ট প্লেয়ার জিনিসটা বাদ দিন। উইকেটগুলো ফ্ল্যাট হয়ে গেছে, বোলারদের এখানে আর কিছুই করার নেই। আগে সময়ের সাথে সাথে উইকেট স্লো হতো। তবে এখন ব্যাটাররা যেভাবে খুশি সেভাবে খেলতে পারছে।’

এর আগে একই অভিযোগ করেছিলন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, ‘আমি মনে করি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম অলরাউন্ডারদের উন্নতিতে ব্যঘাত ঘটাবে। কারণ শেষ পর্যন্ত ক্রিকেটে ১১ জন খেলে, ১২ জন নয়। আমি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের পক্ষে খুব একটা নই। শুধুমাত্র মানুষকে সামান্য বিনোদন দেওয়ার জন্য খেলাটি থেকে অনেক কিছু বের করে দেওয়া হচ্ছে।’

‘কিন্তু আপনি যদি সত্যিকারে এর ক্রিকেটীয় দিকটি দেখেন...আমি অনেক উদাহরণ দিতে পারি- ওয়াশিংটন সুন্দর, শিভাম দুবের মতো ছেলেরা বোলিং করতে পারছে না, যা আমাদের (ভারতের) জন্য ভালো নয়।’-আরও যোগ করেন ভারতীয় ওপেনার।

এই নিয়ম বিরক্তকর জানিয়ে রোহিত আরও বলেন, ‘জানি না এর কোনো সমাধান আছে কিনা। তবে সত্যি কথা বলতে আমি এই নিয়মের পক্ষে নই। কারণ, ইমপ্যাক্ট প্লেয়ার নির্বাচন করার জন্য দলে ১২ জন রাখা হয়। ইমপ্যাক্ট প্লেয়ার যেই হোক না কেন, খেলার পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী এবং পিচ কেমন আচরণ করছে তার উপর নির্ভর করে পরে পরিবর্তনটি করা যায়।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top