বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৭:৫৫

ছবি: সংগৃহীত

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৮ সালে ট্রাইব্যুনাল সাবেক প্রতিমন্ত্রী বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তবে ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট রায় বাতিল করে আসামিদের খালাস দেন। রায়ে বলা হয়, মামলার তদন্ত ছিল ত্রুটিপূর্ণ এবং নতুনভাবে স্বাধীন তদন্ত প্রয়োজন।

রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিল বিভাগের শুনানি শেষ হয়েছে আজ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ৪ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন। আজ একইসঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলার ২১তম বার্ষিকীও পালিত হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top