মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

‘মেয়েদের পথ বদলাতে বলবেন না, পরিবেশ বদলান’

শাকিল খান | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৪, ১৬:৪৫

ছবি: সংগৃহীত

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। প্রতিবাদে বলিউডের আয়ুষ্মান খুরানা, করিনা কাপুর খান, সামান্থা রুথ, প্রীতি জিন্তা, আলিয়া ভাট থেকে অংশ নিচ্ছেন দেশটির অনেক তারকা। তাতে যুক্ত হলেন জাতীয় দলের ক্রিকেটার জাসপ্রীত বুমরাহ। নারীদের পাশে দাঁড়িয়েছেন পেসার, দিয়েছেন বার্তা।

ইনস্টাগ্রামে স্টোরিতে বুমরা লিখেছেন, ‘মেয়েদের পথ বদলাতে বলবেন না, পরিবেশ বদলান। সকল নারী উপযুক্ত পরিবেশের দাবীদার।’

এ নিয়ে আলিয়া ভাটও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কী ভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এই ঘটনা আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top