বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

বার্সার জার্সি নিষিদ্ধ, উত্তপ্ত কাতালান ডার্বির আগে রণসজ্জা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬

সংগৃহীত


স্প্যানিশ লা লিগার আসন্ন কাতালান ডার্বিতে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা এবং টেবিলের পাঁচ নম্বর দল এস্পানিওল। আগামী রোববার (৪ জানুয়ারি, ২০২৬; বাংলাদেশ সময় অনুযায়ী ৭ জানুয়ারি) এস্পানিওলের ঘরের মাঠ আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিকে ঘিরে এরই মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এই উত্তেজনার কেন্দ্রে ফুটবলীয় লড়াইয়ের চেয়ে বেশি কাজ করছে গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক।


গত দলবদলের মৌসুমে এস্পানিওল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী প্রতিভাবান গোলরক্ষক হুয়ান গার্সিয়া। নিজের ঘরের ছেলেকে চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরে যোগ দিতে দেখাটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এস্পানিওল সমর্থকরা। ফলে নিজের সাবেক ক্লাবের মাঠে গার্সিয়ার প্রত্যাবর্তন মোটেও সুখকর হবে না বলে ধারণা করা হচ্ছে। সমর্থকদের এই ক্ষোভ হাঙ্গামায় রূপ নিতে পারে—এমন আশঙ্কায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ক্লাব কর্তৃপক্ষ।


আরসিডিই স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে এস্পানিওল। মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের কোনো অংশেই বার্সেলোনার জার্সি, স্কার্ফ, ক্যাপ বা অন্য কোনো দলীয় প্রতীক পরিধান করে প্রবেশ করা যাবে না। এমনকি সফরকারী দলের কোনো পতাকা বহন করাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে স্টেডিয়ামের দুই গোলপোস্টের পেছনে বিশেষ সুরক্ষামূলক জাল স্থাপন করা হবে, যাতে দর্শকরা মাঠের ভেতর বা গোলরক্ষকের দিকে কোনো বস্তু ছুড়ে মারতে না পারে।


শৃঙ্খলা বজায় রাখতে এস্পানিওল কর্তৃপক্ষ জরিমানার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থার কথা উল্লেখ করেছে। নিয়ম ভঙ্গকারী সমর্থকদের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে:
অপরাধের ধরন অনুযায়ী ১৫০ ইউরো থেকে সর্বোচ্চ ৬.৫ লাখ ইউরো পর্যন্ত।
ক্লাবের শৃঙ্খলা ভঙ্গ করলে ৫ বছর পর্যন্ত সদস্যপদ স্থগিত বা চিরতরে বাতিল করা হতে পারে।
দোষী ব্যক্তিদের স্টেডিয়ামে প্রবেশে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা দেওয়া হবে।

বর্তমানে লা লিগার শিরোপা দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে চমক দেখাচ্ছে।

টানটান এই উত্তেজনার মধ্যে হ্যান্সি ফ্লিকের দল তাদের শীর্ষস্থান ধরে রাখতে পারে কি না, নাকি এস্পানিওল ঘরের মাঠে প্রতিশোধের জয় তুলে নেয়, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top